“দ্য গ্ৰেট ক্যালকাটা ক্লিনিং দিবস পালিত ও হিন্দু গনহত্যার প্রতিবাদ।
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ,
আজ ১৬ ই আগস্ট শনিবার, ঠিক বিকেল তিনটায়, কলেজ স্কোয়ার বিদ্যাসাগর মূর্তির সামনে থেকে ধর্মতলা রানী রাসমণি রোড পর্যন্ত ভারতীয় জনতা পার্টি ও হিন্দু সনাতনীদের উদ্যোগে এ শুভেন্দু অধিকারী নেতৃত্বে, দ্য গ্ৰেট ক্যালকাটা ক্লিনিং দিবস ও হিন্দু গনহত্যার প্রতিবাদে, এক বিশাল বিক্ষোভ মিছিল করলেন। এই মিছিলে কয়েকশো হিন্দু সনাতনী যোগ দেন।
মিছিলে উপস্থিত ছিলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, উপস্থিত ছিলেন শঙ্কু পান্ডা, তমগ্ন ঘোষ, কাউন্সিলর মিনাক্ষী সহ সনাতনী সন্ত্রাসীরা।
আজকের মিছিলকে আটকে দেওয়ার চেষ্টা করলেও পারেনি আটকাতে, হাইকোর্টের রুল ও রাই মেনে মিছিল করেন ।
আজকের দিনটি হিন্দুদের কাছে কালা দিবস , যে দিনটিতে হিন্দুদের রক্ষা করতে গিয়ে, এবং হিন্দু সংগঠন তৈরী করতে গিয়ে, হিন্দুদের বাঁচানোর জন্য লড়াই করতে গিয়ে গোপাল মুখোপাধ্যায় সহ অন্যান্যরা প্রান দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং কোনো হিন্দু যেন এই দিনটির কথা না ভুলে যায় ,
এই দিনটিতে যে ভাবে হিন্দুদের উপর অত্যাচার ও নির্যাতন নেমে এসেছিল, কেউ ভুলতে পারবে না, লাড়াই করে পশ্চিমবঙ্গ তৈরি করে ছিলো , বাংলাদেশ ও পাকিস্তান হতে দেয় না , আর যাদের জন্য পশ্চিমবঙ্গের মুখ দেখলো, পশ্চিমবঙ্গের মধ্যে নিজেদর রাজত্ব চলছে, আজ তারা সব ভুলে খেলা দিবস পালন করছে, লজ্জ্বা থাকার দরকার, এর জবাব মানুষ দেবে তিরী থাকুন,
আজ একটা কথা বলে রাখি , বর্তমান প্রজন্মের যুবক যুবতীদের, ছাত্র ছাত্রীদের জিঞ্জেস করলে বলতে পারবে না, দ্য গ্ৰেট ক্যালকাটা ক্লিনিং কি, কবে তৈরী হয়েছে, আর একটা ভালো বার্তা দিই, আজকে কোনো এক সংস্থার উদ্যোগে কলকাতার বুকে প্রয়াত গোপাল মুখোপাধ্যায় মূর্তি প্রতিষ্ঠিত হতে চলেছে, আর যদি পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসে, আমি এই দিনটাকে কালা দিবস হিসাবে পালন ও ছুটি ঘোষণা করবো।
কি ভাবে হিন্দুদের উপর অত্যাচার, মন্দির ভাঙা, মারধর, মহেশতলা, বীরভূম , সামসেরগঞ্জের ঘটনা তুলে হুঁশিয়ারি দিলেন।আর যদি হিন্দুদের উপর অত্যাচার হয়, হিন্দুরাও ছেড়ে কথা বলবে না। পশ্চিমবঙ্গ কে পাকিস্তান হতে দেব না, ভাগ হতে দেবো না। হিন্দুরা জাগো।