ফুলপুর পৌর কৃষক দলের ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
ফয়জুর রহমান (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুর পৌর সভার ৮নং ওয়ার্ড কৃষক দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ( ১৫ আগস্ট ) শুক্রবার ফুলপুর পৌরসভাধীন পালকি কমিউনিটি সেন্টারে সন্ধ্যা ৭ ঘটিকার সময় এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত পরিচিতি সভায় ৮ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি আকবর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল বাসার আকন্দ সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান, সহ-সভাপতি কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি সাবেক সহ সভাপতি নজরুল ইসলাম মাস্টার, উপজেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম শফিক,উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান তালুকদার উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ আকন্দ,উপজেলা বিএনপির সাবেক সমাজ কল্যাণ সম্পাদক দেলোয়ার আহমেদ,উপজেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক সোয়েবুর রহমান সোহেল ,পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল হাসান মানিক,উপজেলা কৃষক দলের সহ-সভাপতি ডাক্তার মোঃ সুমন, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক কায়সার ফেরদৌস সহ উপজেলা কৃষক দল ও পৌর কৃষক দল এবং ৮ নং ওয়ার্ড এর নবগঠিত কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমি আপনাদের লোক আমি আপনাদের সাথে মিলেমিশে থাকতে চাই এটার জন্য এমপি হওয়া প্রয়োজন নেই। এমপি বানানোর মালিক আল্লাহ আল্লাহতায়ালা যদি আমার তকদিরে এমপি হওয়া লেখে রাখেন তাহলে আমি এমপি হতে পারব এতে কারো কোন হাত নেই সম্মান দেওয়ার মালিক আল্লাহ তাই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহতায়ালা যদি আমাকে এমপি বানানো লিখে রাখেন তাহলে কেউ ঠেকাতে পারবে না। তিনি বলেন যারা বিএনপি’র নামে চাঁদাবাজি করেতেছে এবং যারা টাকার বিনিময়ে পদ বিক্রি করতেছে এবং এগুলোর মাধ্যমে দলের ভাবমূর্তি নষ্ট করতেছে তাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।তিনি আরো বলেন আগামী ২০২৬সালে যে নির্বাচন হতে যাচ্ছে সেটি হবে বিএনপির জন্য একটি বড় চ্যালেঞ্জ কারণ স্বৈরাচারীর পতন হলেও স্বৈরাচারের দোসরা এখনো বিভিন্ন দপ্তরে এবং গুরুত্বপূর্ণ স্থানে গাপটি মেরে বসে আছে। যারা নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন প্রকার অপ চেষ্টা চালাচ্ছে। এছাড়াও একটি দল যারা এখনো নিবন্ধন পায়নি তারা নির্বাচন বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দামকি প্রদান করছে। তাই এই মুহূর্তে আমাদের ঐক্যের কোন বিকল্প নেই ।তিনি আরও বলেন আমরা খেটে খাওয়া মানুষ আমরা কৃষক দল করি শুধু ফুলপুরে নয় সারা বাংলাদেশে কোথাও কৃষক দলের কোন চাঁদাবাজ খুঁজে পাওয়া যায় নাই।