সরিষাবাড়ী পৌরসভায় অব্যবস্থাপনা: রাস্তাজুড়ে ময়লা ও নির্মাণসামগ্রী, জনজীবন চরম দুর্ভোগে
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা ও নির্মাণসামগ্রী এলোমেলোভাবে ফেলে রাখায় জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। চলাচলের প্রধান সড়কগুলোতে যানজটের পাশাপাশি স্থানীয়দের দৈনন্দিন যাতায়াতও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
আরামনগর বাজার এলাকায় মসজিদে নামাজ পড়তে যাওয়া মুসল্লিদের দুর্গন্ধের যন্ত্রণায় নাক চেপে চলাচল করতে হচ্ছে। বাজারে কেনাকাটা করতে আসা ক্রেতা-বিক্রেতাদেরও একই দুর্ভোগ পোহাতে হচ্ছে।
অন্যদিকে, সিমলা বাজার ও বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন সড়কে মাটি, ইট ও খোয়া ফেলে রাখায় সড়ক সংকুচিত হয়ে পড়েছে। এতে যানবাহন ও পথচারীদের চলাচল কষ্টসাধ্য হয়ে উঠছে।
স্থানীয়রা জানান, পৌর কর্তৃপক্ষের কোনো তদারকি না থাকায় অসচেতন ব্যক্তি ও ব্যবসায়ীরা যত্রতত্র নির্মাণসামগ্রী ও আবর্জনা ফেলছেন। ফলে বাজার এলাকার পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি যানজটও নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।
এ বিষয়ে পৌরবাসী ও সচেতন মহল পৌরপ্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।