সালথা প্রেসক্লাবের দ্বি – বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে
মোঃ ইলিয়াছ খান
সালথ ফরিদপুর প্রতিনিধি:
সালথা প্রেসক্লাবের দ্বি বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখছেন সালথা উপজেলার নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান বালী, ছবি
দৈনিক যুগান্তর বাংলাদেশ
আজ দুপুরে সালথা প্রেসক্লাবের দ্বি বার্ষিক সাধারণ সভা ২০২৫ ইং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দুপুর ১২ঃ০০ সালথা প্রেসক্লাব হল রুমে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সালথা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা প্রেসক্লাবের পৃষ্টপোষক ও উপজেলা নিবার্হী অফিসার মোঃ আনিসুর রহমান বালী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সালথা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মোঃ আবিদুর রহমান নিপু, সিনিয়র সাংবাদিক আবু নাসির হুসাইন, সালথা থানার উপপরিদর্শক উজ্জ্বল সরকার, সাংবাদিক এমকিউ হুসাইন বুলবুল, মজিবুর রহমান,
সালথা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনির মোল্লা, সহ-সভাপতি হারুন-অর রশীদ, সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক শরিফুল হাসান, দপ্তর সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক লাভলু মিয়া, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পারভেজ মিয়া, সাহিত্য ও পাঠাগার সম্পাদক আকাশ সাহা, সাধারণ সদস্য মোঃ আজিজুর রহমান, মিঞা মোঃ লিয়াকত হুসাইন, মোশারফ হোসেন,নিজাম তালুকদার প্রমুখ।