৭৮ তম স্বাধীনতা দিবসে, গান্ধী মূর্তিতে মালা দিলেন, রাজ্যপাল ও মন্ত্রী ইন্দ্রনীল সেন।
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা পশ্চিমবঙ্গ:
আজ ১৫ই আগস্ট শুক্রবার, কলকাতার রেড রোড থেকে শুরু করে সারা দেশে পালিত হচ্ছে সকাল দশটা থেকে ৭৮ তম দিবস,
বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ও কুচ কাওয়াজের মধ্য দিয়ে আজকের দিনটি পালিত হয় , সকাল থেকেই রাজ্যপাল রাজ ভবনে উপস্থিত ছিলেন এবং মুখ্যমন্ত্রী দেখা করতে যান, এরপর সকাল সাড়ে এগারোটার সময় রেড রোডের প্রোগ্ৰাম শেষ হতেই প্রথমে গান্ধী মূর্তির সামনে এসে উপস্থিত হন মন্ত্রী ইন্দ্রনীল সেন, তার কয়েক মিনিটের মধ্যে রাজ্যপাল সি ভি আনন্দ বোস এসে উপস্থিত হন।
অনেক আগে থেকেই ছিলো, প্রশাসনের অফিসাররা এবং গান্ধী মূর্তির সামনে বসানো হয়ে ছিলো মেটাল ডিরেক্টর, রাজপাল আসার আগে পুলিশ অফিসারেরা সাংবাদিক ও অন্যান্যদের ভিতরে ঢুকিয়ে দেন, চেকিং করে।
কিছুক্ষণের মধ্যে রাজ্যপাল এসে উপস্থিত হলে , ইন্দ্রনীল সেন সহ রাজ্যপাল গান্ধী মূর্তিতে মালা ও ফুল দিয়ে সন্মান জানান।
সাংবাদিক বন্ধুরা রাজ্যপাল সি ভি আনন্দ বোসক প্রশ্ন করা হলে , তিনি বেশি কিছু বললেন না , শুধু একটি কথা বললেন, এতো বড় দেশ গনতন্ত্র ও প্রজাতন্ত্রের দেশ, কোনো রকম গন্ডগোল না করে স্বাধীন ভারত বর্ষে সবাই শান্তিপূর্ণ ভাবে থাকুক,
এদিকে রেড রোডে, কুচকাওয়াজ চলাকালীন, প্রচন্ড ভ্যাপসা গরমে, এবং ওয়েদার ভালো না থাকায় মাঝে মাঝে বৃষ্টি অনুরোধ হয় আরো গরম বাড়ে, যাহার ফলে অনুষ্ঠান চলাকালীন কুড়ি পঁচিশটি বাচ্চা অসুস্থ হয়ে পড়েন তাদেরকে সাথে সাথে এস এস কে এম হাসপাতালে ভর্তি করা হয়, এরকম একটি ঘটনা ঘটায় পরিবারের মানুষজন হতভম্ব হয়ে পড়েন এবং চিৎকার চেঁচামেচি করতে থাকেন, অনেকেই কান্নাকাটি শুরু করে দেন, এরকম একটি ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে, তবে বড় দুর্ঘটনা ঘটেনি, শিশুদের প্রাথমিক চিকিৎসা চলছে।
বিভিন্ন জেলা থেকে বহু মানুষ আজকের এই স্বাধীনতা দিবসের রোডে উপস্থিত ছিলেন।, একদিকে স্বাধীনতা দিবসের জন্য বিভিন্ন রাস্তায় ব্যারিকেড পড়ে যায়, অন্যদিকে গান্ধী মূর্তিতে রাজ্যপাল আসার খবর পাওয়ায়, পুলিশ অফিসারেরা গান্ধী মূর্তির চতুর্দিকে ব্যারিকেড করে দেন, এবং পুলিশ মোতায়েন করেন।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত