গাজীপুর জেলা প্রশাসক বরাবর সাংবাদিক সুরক্ষা আইন-২০২৫ বাস্তবায়নের দাবিতে একটি স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিবেদক: আজ দুপুর ২টার সময় গাজীপুর জেলা প্রশাসক বরাবর সাংবাদিক সুরক্ষা আইন-২০২৫ বাস্তবায়নের দাবিতে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।
শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম নাহিদ এবং শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক আল আমিন যৌথভাবে জেলা প্রশাসক নাফিসা আরেফীন-এর হাতে স্মারকলিপিটি তুলে দেন।
এ সময় জেলা প্রশাসক সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের এই গুরুত্বপূর্ণ স্মারকলিপিটি দ্রুততম সময়ের মধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পৌঁছে দেওয়া হবে।
”স্মারকলিপি প্রদানকালে শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কাশেম জেলা প্রশাসককে বলেন, “আপনার বরাবর এই স্মারকলিপি জমা দেওয়া হলো। কিন্তু যদি আমাদের ন্যায্য দাবি আদায় না হয়, তবে প্রয়োজনে আমরা আরও উর্ধ্বতন দপ্তরে গিয়েও স্মারকলিপি প্রদান করব।
”এর আগে শ্রীপুর উপজেলা প্রশাসন বরাবরও একই দাবিতে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছিল, যা ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার লক্ষ্যেই ধারাবাহিকভাবে এসব কর্মসূচি গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ।