তারাকান্দায় ঘরের পাশে গাঁজা চাষ, যুবক আটক
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের তারাকান্দায় বসতঘরের পাশে গাঁজার গাছ লাগিয়ে পরিচর্যা করার অভিযোগে শামসুল হক (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট ২০২৫) ভোর রাতে উপজেলার বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা চিনাপাতি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত শামসুল হক ওই গ্রামের মৃত আশরাফ কারীর ছেলে। এ সময় তার বসতঘরের পাশে রোপণ করা ৮ ফুট লম্বা একটি গাঁজার গাছ জব্দ করে থানায় আনা হয়।
তারাকান্দা থানার এসআই তাহেরউদ্দিন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শামসুল হককে গ্রেফতার করা হয়েছে। তিনি বাড়ির ভেতর ঘরের পাশে গোপনে গাঁজার গাছ রোপণ করে পরিচর্যা করছিলেন। পরে তাকে গ্রেফতার এবং গাঁজার গাছটি জব্দ করা হয়।
গ্রেফতারের পর শনিবার দুপুরে শামসুল হককে মাদক মামলায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।