বাস তল্লাশিতে ময়মনসিংহে ৪৯৮ এ্যাম্পুল ইনজেকশন উদ্ধার, আটক ১
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে ৪৯৮ এ্যাম্পুল কুপিজেসিক ইনজেকশনসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (১৬ আগস্ট ২০২৫) বিকাল ৫টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির নেতৃত্বে কোতোয়ালী মডেল থানাধীন কিসমত দক্ষিণপাড়া এলাকায় ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে এ অভিযান চালানো হয়। এসময় যাত্রীবাহী একটি বাস তল্লাশি করে দিনাজপুরের নবাবগঞ্জ থানার মতিহারা গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে রেজাউল করিমকে (৪০) ৪৯৮ এ্যাম্পুল কুপিজেসিক ইনজেকশনসহ আটক করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছেন।