ময়মনসিংহে শতাধিক অবৈধ দোকান ও ভাসমান হকার উচ্ছেদে টাস্কফোর্স অভিযান
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ শহরের স্টেশন রোড থেকে নতুন বাজার পর্যন্ত টাস্কফোর্স অভিযান পরিচালনা করে শতাধিক অবৈধ দোকান ও ভাসমান হকার উচ্ছেদ করা হয়েছে। রবিবার (১৭ আগস্ট ২০২৫) সকালে শুরু হওয়া অভিযানে অংশ নেন সেনাবাহিনীর ক্যাপ্টেন নূর মোহাম্মদ নাহিয়ান ইসলাম, র্যাব-১৪ সদর দপ্তরের ডিএডি রফিক, আনসার ও ভিডিপি জেলা কমান্ডেন্ট রবিউল ইসলাম, ট্রাফিক বিভাগের কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যরা।
অভিযানে নেতৃত্ব দেন ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শাহনেওয়াজ মোর্শেদ অপু।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম বলেন, “প্রধান সড়ক ও ফুটপাথ দখল করে ভাসমান হকার ও দোকানদাররা দীর্ঘদিন ধরে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছিল। এতে যানজট তৈরি হয় এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছিল। জনস্বার্থে এসব অবৈধ দোকান ও হকার উচ্ছেদ করা হয়েছে। ভবিষ্যতে কেউ এভাবে দোকান বা হকার বসালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”