মেহেরপুরের অনলাইন জুয়া জাবেদ মাসুদ মিল্টন – অ্যাডভোকেট কামরুলের নিয়ন্ত্রণে!
বিশেষ প্রতিনিধিঃ
এক সময় মেহেরপুরে একটি জনপ্রিয় দল ছিল বিএনপি,মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ও শান্তিপ্রিয় মানুষের দল ছিল বিএনপি, ১৩ ডিসেম্বর ২০২৪ একটি আহ্বায়ক কমিটি দেওয়ার পর এই দলটি এখন মানুষের কাছে অভিশপ্ত দল হিসেবে পরিচিত হয়েছে। মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক জাবেদ মাসুদ মিল্টন হাজার কোটি টাকার মালিক তার আয়ের উৎস কালো পথ ধরে, আর এখন তা সর্বস্তরে ওপেন সিক্রেট। রাজনীতিতে সে এই জায়গাটিতে এসেছে তার কালো টাকা এবং খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত পঞ্চপান্ডবদের ঘাড়ে চড়ে,কথায় কথায় মারতে যাওয়া কামরুল একজন চরিত্রহীন লম্পট কোটের দালাল, কোনদিন’ই রাজপথে তার দেখা মেলেনি, এডভোকেট কামরুল এখন পিডব্লিউডি সহ বিভিন্ন অফিসগুলো নিয়ন্ত্রণ করছে, জেলা বিএনপি যুগ্ন আহবায়ক ফয়েজ মোহাম্মদ ও জেলা বিএনপি যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম নুন আনতে যার পান্তা ফুরাই,জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক হবার পর সে বিলাসবহুল প্রাইভেট কার কিনেছে।