চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধ
অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি’— এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত, র্যালি, আলোচনা সভা এবং শ্রেষ্ঠ মৎস্যচাষীদের সম্মাননা দেয়ার আয়োজন করা হয়। সোমবার সকালে সদর উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ। বিশেষ অতিথির বক্তব্য দেন— অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াসিন আলী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা। স্চূনা বক্তব্যে জাতীয় ও জেলার মাছ উৎপাদন সংক্রান্ত বিভিন্ন তথ্য উপস্থাপন করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. এলিজা খাতুন।
মৎস্যচাষিদের মধ্যে আকবর হোসেন ও তাশেম আলী মাছ চাষের বিভিন্ন দিক তুলে ধরেন।
পরে তিনজন মৎস্যচাষিকে সম্মাননা হিসেবে ক্রেস্ট দেয়া হয়।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত