চাঁপাইনবাবগঞ্জে বন্যার্ত ৭৫০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন নূরুল ইসলাম বুলবুল
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দা নদীর পানি বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত ৭৫০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সদর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল।
সোমবার (১৮ আগস্ট) সদর উপজেলার চর আলাতুলি ইউনিয়নের বন্যাকবলিত এলাকায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতের উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বন্যার্ত মানুষের এই কষ্ট সাময়িক। আল্লাহর রহমতে এ দুর্যোগ কেটে যাবে। এ সময় পারস্পরিক সহযোগিতা, ধৈর্য ও দোয়াই হতে হবে সবচেয়ে বড় শক্তি। জামায়াত সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
তারা আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী নূরুল ইসলাম বুলবুল অসুস্থ থাকায় ব্যক্তিগতভাবে উপস্থিত হতে পারেননি। তবে তিনি আপনাদের প্রতি আন্তরিক সালাম পাঠিয়েছেন এবং হৃদয়ে আপনাদের সাথেই আছেন। তার পক্ষ থেকে আমরা আজ আপনাদের মাঝে এসেছি।
নেতারা আরও জানান, আমরা আপনাদের কাছে কেবল ত্রাণ নিয়ে আসিনি। আপনাদের প্রকৃত ভাই হিসেবে সুখ-দুঃখ ভাগাভাগি করতেই এসেছি। ভাইয়ের বাড়িতে যেমন সামান্য হাদিয়া নিয়ে যাওয়া হয়, তেমনি আমরাও আপনাদের প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে কিছু উপহার এনেছি। তাই এটিকে সাহায্য নয়, বরং আপনাদের প্রতি আমাদের ভাইসুলভ উপহার হিসেবে গ্রহণ করুন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সূরার সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকর, সদর উপজেলা আমির হাফেজ আব্দুল আলীম, সদর উপজেলা সেক্রেটারি আব্দুর রহমান এবং ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সেক্রেটারি ইউসুফ আল গালিবসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, প্রতি প্যাকেটে ছিল—মুড়ি ২ প্যাকেট, চিড়া ২ কেজি, গুড় ১ কেজি, বিস্কুট ৫০০ গ্রাম, ডাল ১ কেজি, আলু ৩ কেজি ও স্যালাইন ১০ পিস।