নান্দাইলের হত্যা মামলার আসামী নাদিম ও সোমা র্যাবের হাতে গ্রেফতার
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামী মোঃ নাদিম (২৬) ও মোছাঃ সোমা আক্তার (২৪) কে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিএসসি ময়মনসিংহ।
র্যাব সূত্রে জানা যায়, বাদী হোসনে আরা (৪৮) এর ছেলে নিহত মোঃ রিয়াদ মিয়া (২৮) পেশায় রাজমিস্ত্রী ছিলেন। তার বন্ধু ও মামলার ১ নং আসামী নাদিমসহ স্থানীয় কয়েকজনের সাথে পূর্ব পরিচয় ছিল। গত ২৯ জুলাই ২০২৫ তারিখে নান্দাইল উপজেলার আগারগাঁও দীঘিরপাড় এলাকায় স্থানীয়রা রিয়াদকে চোর সন্দেহে আটক করে এবং নাদিমের সন্ধান দিতে বলে। পরবর্তীতে রিয়াদ ও নাদিমকে স্থানীয়দের কাছ থেকে জিম্মা নেয় মামলার ২ নং আসামী ময়না খাতুন ও ৩ নং আসামী সোমা আক্তার।
সন্ধ্যায় তাদের নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে নাদিম, সোমা আক্তারসহ আসামিরা রিয়াদকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের মা হোসনে আরা বাদী হয়ে ১ আগস্ট ২০২৫ তারিখে নান্দাইল থানায় হত্যা মামলা (মামলা নং-০১, ধারা-৩০২/৩৪ দণ্ডবিধি) দায়ের করেন।
পরে র্যাব-১৪ গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসামীদের অবস্থান শনাক্ত করে। সোমবার (১৮ আগস্ট ২০২৫) রাত ২টা ৩৫ মিনিটে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার শাহজাহান রোলিং মিল সংলগ্ন এলাকায় র্যাব-১৪ ময়মনসিংহ সিপিএসসি’র একটি দল সদর কোম্পানী র্যাব-১১ এর সহযোগিতায় অভিযান চালিয়ে নাদিম ও সোমা আক্তারকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত