“পিবিআই ময়মনসিংহে পুলিশ পরিদর্শক আবুল কাশেমের বিদায় সংবর্ধনা”
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
সরকারি চাকুরিতে দীর্ঘ ৪০ বছরের অবদান শেষে অবসর গ্রহণ করেছেন পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আবুল কাশেম, পিপিএম। তার অবসর উপলক্ষে সোমবার (১৮ আগস্ট ২০২৫) পিবিআই ময়মনসিংহ জেলা পরিবারের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বিদায় সংবর্ধনায় পুলিশ সুপার ও সহকর্মীরা আবুল কাশেমের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “জনাব আবুল কাশেম শুধু একজন দক্ষ তদন্ত কর্মকর্তা নন, তিনি পিবিআই ময়মনসিংহ জেলার জন্য এক অনন্য নেতা ও দায়িত্বশীল সহকর্মী। তাঁর সততা, পেশাদারিত্ব এবং নেতৃত্বগুণ সকলের জন্য অনুকরণীয়।”
পুলিশ পরিদর্শক আবুল কাশেমের দীর্ঘ কর্মজীবনে অসংখ্য চাঞ্চল্যকর খুন মামলা সমাধান ও তদন্ত কার্যক্রমে অনন্য অবদান রয়েছে। তার এই কৃতিত্বের স্বীকৃতি হিসেবে তিনি ভূষিত হয়েছেন রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)।
সংবর্ধনায় তার সততা, দায়িত্ববোধ ও সহকর্মীদের প্রতি আন্তরিকতার প্রশংসা করা হয়। পিবিআই ময়মনসিংহ জেলা পরিবার তাঁর অবসর-পরবর্তী জীবনের জন্য সুস্বাস্থ্য, শান্তি ও সফলতা কামনা করেছে।
পিবিআই ময়মনসিংহ জেলার পক্ষ থেকে বলা হয়েছে, “যদিও তিনি অফিসিয়ালি অবসরে যাচ্ছেন, কিন্তু তার শিক্ষণীয় অভিজ্ঞতা, সততা এবং প্রেরণা আমাদের মাঝে চিরকালই জেগে থাকবে।”
এই সংবর্ধনা শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, বরং পুলিশের প্রতি তার অবদানের স্মৃতিচারণ এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করার মুহূর্ত হিসেবেও মনে রাখা হবে।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত