“ভালুকায় পুলিশের অভিযানে ৫০ লিটার চোলাই মদসহ নরেশ চন্দ্র গ্রেপ্তার”
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ি এলাকায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদ ও মদ তৈরির কাঁচামাল জব্দ করা হয়েছে। এসময় নরেশ চন্দ্র দাস (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৮ আগস্ট ২০২৫) সকাল ১১টার দিকে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবিরের নেতৃত্বে স্থানীয় জনগণের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। এসময় নরেশ চন্দ্র দাসের বাড়ি থেকে ৫০ লিটার চোলাই মদ এবং ১০০ লিটার ওয়াস উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মদ তৈরি ও বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছিল। স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নরেশ চন্দ্র দাসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে একইদিন সকালে ময়মনসিংহের আদালতে প্রেরণ করা হয়।
ভালুকা মডেল থানার ওসি মোঃ হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, “স্থানীয় জনগণের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মদ ও ওয়াস ধ্বংসের প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়রা জানান, মল্লিকবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরি ও বিক্রির কারণে জনজীবনে অশান্তি দেখা দিয়েছিল। পুলিশের এ অভিযানে তারা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান।