শামীম–মামুন পরিষদকে আবারও নেতৃত্বে দেখতে চায় তৃণমূল নেতা-কর্মীরা
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)জামালপুর জেলা বিএনপির আসন্ন ২৩ আগস্ট সম্মেলন মাধ্যমে উক্ত কমিটিতে ৩য় বারের মত আবারও সভাপতি পদে নির্বাচিত হচ্ছেন জেলা বিএনপির সফল সভাপতি জননেতা ফরিদুল কবীর তালুকদার শামীম ও সাধারণ সম্পাদক পদে শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন কে। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন এবং সভাপতি পদে ফরিদুল কবীর তালুকদার শামীম তারা দুজনই দীর্ঘদিন জেলা বিএনপির দায়িত্ব পালনকারী নেতা সোমবার (১৮ আগস্ট) মনোনয়ন পত্র তুলেছেন ।
দীর্ঘ আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত এই শামীম–মামুন যুগলকে পুনরায় নেতৃত্বে দেখতে চায় তৃণমূল নেতাকর্মীরা। দলের প্রতি নিবেদন, ত্যাগ এবং আপোষহীনতার জন্য এই পরিষদকে কর্মীরা মানছেন আস্থার প্রতীক হিসেবে।
তৃণমূলের অভিমত-"শামীম–মামুন পরিষদ মানেই ঐক্য, সাহস আর গণতান্ত্রিক আন্দোলনের সঠিক দিকনির্দেশনা।”
একই সঙ্গে শহীদ প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা মরহুম জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নীতি ও আদর্শ, এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বুকে ধারণ করে নতুন প্রজন্মকে নেতৃত্বে বলিষ্ঠ করা ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই পরিষদ কাজ অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেছেন জেলার ৭ টি উপজেলা ও পৌরসভার বিএনপির নেতা-কর্মীরা।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত