সরিষাবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র–ইয়াবা ও নগদ টাকাসহ তিনজন গ্রেফতার
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা ও নগদ টাকাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ও সেনাবাহিনী।
গ্রেফতারকৃতরা হলেন— সরিষাবাড়ী পৌর সভার আরামনগর বাজারের রাউফুল ইসলাম ডিউক, আরামনগর হাজীবাড়ির রেজা একরামুল হাসান নাইম এবং পিংনা গোপালগঞ্জহাট এলাকার পিয়াস মিয়া।
সোমবার (১৮ আগস্ট) ভোর রাতে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল সেনাবাহিনীর সহায়তায় এ অভিযান চালায়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পোগলদিঘা ইউনিয়নের কান্দারপাড়া বাজার এলাকায় কয়েকজন অস্ত্র ও মাদক কেনাবেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী সেখানে পৌঁছালে অভিযুক্তরা পালানোর চেষ্টা করে। এসময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
পরে অভিযুক্তদের দেহ তল্লাশি করে একটি প্লাস্টিকের বাটযুক্ত লোহার ছুরি, দুটি চাপাতি, ১০টি ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৫০ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কৃতরা অস্ত্র ও মাদক কেনা -বেচার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল হাসান (রাশেদ )বলেন 'যৌথ বাহিনীর হাতে আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার পর ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত