জয়পুরহাটে স্বেচ্ছাসেবকদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মো: মিশিকুল মন্ডল
স্টাফ রিপোর্টা
নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১২টায় শহরের সার্কিট হাউজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে জেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। শহরজুড়ে রঙিন ব্যানার, ফেস্টুন ও শ্লোগানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলীম।
এছাড়াও উপস্থিত ছিলেন—
জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন,,যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান ও আব্দুল ওহাব,,জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও উপদেষ্টা এ্যাড. তানজির আল ওহাব,,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন ও সদস্য সচিব শামস মতিন,,শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল,জেলা কৃষকদলের আহবায়ক সেলিম রেজা ডিউক ও সদস্য সচিব মনজুরে মওলা পলাশ
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান। তারা বর্তমান সরকারের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন।
এসময় বক্তারা বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সবসময় গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার আন্দোলনে সামনে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।