ভেড়ামারায় স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়
মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া জেলা।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজ ধরমপুর ইউনিয়ন সাতবাড়িয়া বাজার দলীয় কার্যালয়ে, ১৯ আগস্ট ২০২৫ ইং তারিখ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশরাফুল ইসলাম অপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল ধরমপুর ইউনিয়ন শাখা, যুগ্ন আহ্বায়ক মোঃ ফয়সাল হক, রুবেল মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক, ধরমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, সোহেল রানা, সাবেক সভাপতি ধরমপুর ইউনিয়ন যুবদল, মোহাম্মদ আসান মালিথা, সভাপতি, ৭ নং ওয়ার্ড বিএনপি,মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক, ৭ নং ওয়ার্ড বিএনপি,আবু হানিফ, ধরমপুর ইউনিয়ন যুবদল, মোহাম্মদ নাসিম হোসেন, শহীদ জিয়া পরিষদের যুগ্ম আহ্বায়ক, কুষ্টিয়া জেলা শাখা, মোহাম্মদ রবি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক,তানজিল খান, উপজেলা যুবদলের সদস্য, হাসান আলী উপজেলা প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক, তারিখ ছাত্রনেতা, মেহেদি হাসান সুইট ধরমপুর ইউনিয়ন যুবদল, আব্দুল কুদ্দুস, ধরমপুর ইউনিয়ন শ্রমিক দল, উজ্জল হোসেন, ধরমপুর ইউনিয়ন যুবদল, শাকিল, প্রচার সম্পাদক, ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আশরাফুল ইসলাম অপু তার আলোচনার মধ্য দিয়ে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে তৈরি আমরা। এই দলকে মনেপ্রাণে ভালোবাসি তাই এই দলের মাধ্যমে গরীব দুঃখী ও মেহনতী মানুষের পাশে থাকতে চাই। মোঃ সোহেল রানা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণতন্ত্র বিশ্বাস করেন। তাই আমরা একসঙ্গে কাঁদে কাঁধ মিলিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করব এবং জনগণের গণতন্ত্র ফিরিয়ে দিব ইনশাআল্লাহ।