ময়মনসিংহে ইয়াবা ও গাঁজাসহ তিনজন গ্রেফতার
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক “খ” সার্কেলের কানিজ ফাতেমার নেতৃত্বে জেলা কার্যালয়ের একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযানে নান্দাইল মডেল থানাধীন আগ মুশুল্লী গ্রামে অভিযান চালিয়ে মোছাঃ সুইটি আক্তার ময়না (২৫) এবং মোঃ মিজান মিয়া (২৬) কে ১ হাজার ৪০০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এছাড়া একই দিন নান্দাইলের কাওয়ার গাতি গ্রামে অভিযান চালিয়ে মোহাম্মদ আনিচ মিয়া (৬০) কে ২০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
পরিদর্শক কানিজ ফাতেমা বাদী হয়ে নান্দাইল মডেল থানায় দু’টি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।