মাসকান্দায় বাস কাউন্টারে ভাঙচুর, ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ শহরের মাসকান্দা এলাকায় ইউনাইটেড বাস টিকিট কাউন্টারে ভাঙচুরের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল বন্ধ হয়ে পড়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) দুপুরে এ ঘটনা ঘটে। এতে সাধারণ যাত্রীদের পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও চরম দুর্ভোগে পড়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীদের সঙ্গে কাউন্টার কর্তৃপক্ষের বাকবিতণ্ডার একপর্যায়ে কয়েকজন উত্তেজিত ব্যক্তি ইট-পাটকেল ছুড়ে কাচ ভাঙচুর করে। এতে মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। একইসঙ্গে দোষীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে।
ঘটনার পর নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের বাস চলাচল বন্ধ রাখা হয়। এতে দুই জেলার হাজারো যাত্রী বিপাকে পড়েন। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস সার্ভিসও বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে যাতায়াতে মারাত্মক ভোগান্তিতে পড়েছেন।
এ অবস্থায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে জাতীয় ছাত্র ঐক্য (নিসআ)। সংগঠনের এক বিবৃতিতে বলা হয়, “সাধারণ যাত্রী ও শিক্ষার্থীদের দুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট পক্ষগুলোকে দ্রুত সমাধানে এগিয়ে আসতে হবে।”
অন্যদিকে ভুক্তভোগী যাত্রীরা অবিলম্বে বাস চলাচল শুরু করার দাবি জানিয়েছেন।