শহিদুল ইসলাম বাবুলের মুক্তির দাবিতে ফুলপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ফয়জুর রহমান (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুরে উপজেলা কৃষকদল ও পৌর কৃষক দলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৮ আগস্ট সোমবার রাত আটটায় গ্রীন রোড মোড় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার গ্রীনরোড মোড়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। উক্ত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি, সাবেক উপজেলা চেয়ারম্যান, কৃষক দল কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সভাপতি শফিকুল ইসলাম শফিক,সাধারণ সম্পাদক খলিলুর রহমান তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক দেলোয়ার আহমেদ, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক সোয়েবুর রহমান সোহেল, সাবেক উপজেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম আর্মি, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল হাসান মানিক, উপজেলা কৃষক দলের সহ সভাপতি ডাঃ সুমন, সাংগঠনিক সম্পাদক কায়সার ফেরদৌস সহ উপজেলা কৃষক দল ও পৌর কৃষক দলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তাগণ বলেন বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময়ে দায়ের করা মিথ্যা মামলায় কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলকে কারাগারে প্রেরণ করা হয়েছে যেটা কোন ভাবেই কাম্য নয়। তাই আমরা অনতি বিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করছি। অন্যথায় সারাদেশে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো। যা পরবর্তীতে অন্তর্বর্তী সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না। বক্তা গন আরও বলেন আমরা আইনের শাসনে বিশ্বাসী আমরা আশা করছি আগামী ২৪ ঘণ্টার মধ্যে শহিদুল ইসলাম বাবুলকে আদালত নিঃশর্ত মুক্তি প্রধান দান করবে। আর যদি দ্রুত সময়ের মধ্যে তাকে মুক্তি না দেওয়া হয় তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।