গফরগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা, পৌর ও পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বুধবার ২০ আগস্ট ২০২৫ বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রা, পরিচ্ছন্নতা অভিযান, ডাস্টবিন স্থাপন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও ড্যাব ময়মনসিংহ মহানগর শাখার সদস্য সচিব ডা. সায়েম মনোয়ার। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা এই সংগঠন দেশের গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখে আসছে। তিনি আরও বলেন, নেতাকর্মীরা আগামী দিনেও রাজপথে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করবে।
কর্মসূচিতে গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর মোজাম্মেল হক মনন, পৌর আহ্বায়ক মাহবুবুল ইসলাম ইমন, সদস্য সচিব আজহারুল ইসলাম রিজভী, পাগলা থানা আহ্বায়ক মনির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয় এবং পৌর এলাকায় ডাস্টবিন স্থাপন করা হয়। পরে বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, শহীদ জিয়ার আদর্শে গড়ে ওঠা স্বেচ্ছাসেবক দল দেশের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে সর্বদা মাঠে থাকবে এবং প্রতিষ্ঠাবার্ষিকীর শপথ অনুযায়ী ঐক্যবদ্ধভাবে গণআন্দোলনকে সফল করবে।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত