“নিরাপদ খাদ্যে জনসচেতনতা বাড়াতে ভালুকায় কর্মশালা”
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলায় নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট, ২০২৫) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (যুগ্মসচিব) ও প্রকল্প পরিচালক আ. ন. ম. নাজিম উদ্দিন। তিনি বলেন, “খাদ্যের নিরাপত্তা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম। তিনি তার বক্তব্যে বলেন, “নিরাপদ খাদ্য জনস্বাস্থ্যের জন্য অপরিহার্য। এ ধরনের কর্মশালা স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী অফিসার, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। পাশাপাশি শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও এতে অংশ নেন।
কর্মশালায় খাদ্যে ভেজাল রোধ, স্বাস্থ্যসম্মত খাদ্য উৎপাদন ও সংরক্ষণ, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারি-বেসরকারি উদ্যোগ নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা ও মতামত শেয়ার করেন।
আয়োজকরা জানান, এই কর্মশালা জনসাধারণের মধ্যে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় পর্যায়ে নীতি-নির্ধারণে সহায়ক ভূমিকা রাখবে।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত