ফরিদপুর জেলার শ্রেষ্ঠ (ওসি) হিসাবে পুরস্কার পেলেন সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান
মোঃ ইলিয়াছ খান
সালথা ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর জেলার শ্রেষ্ঠ (ওসি)নির্বাচিত হয়েছেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতাউর রহমান। তিনি জেলার সালথা থানার ওসি, আজ বুধবার (২০ আগস্ট) সকালে ফরিদপুর পুলিশ লাইসেন্স শহীদ সালাম সভা কক্ষে মাসিক কল্যাণ সভায় তাকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। পরে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মোঃ আব্দুল জলিল তার হাতে ক্রেস্ট তুলে দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মোঃ আসিফ ইকবাল, পর্যটক তো পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এসএম ফজলে রাব্বী রাজিব, সাদিকসহ পুলিশের ঊর্ধ্ব জনক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জানা গেছে, সামগ্রিক কর্মতৎপরতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা সহ অন্যান্য আবেদন রাখায় মোঃ আতাউর রহমানকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়েছে। এ সাফল্যে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সালথা থানার ওসি কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত