বাংলাদেশ আমজনগণ পার্টি ভোলাহাট উপজেলা শাখার উপজেলা নির্বাচন অফিসারের নিকট সহযোগিতা চেয়ে আবেদন ও সৌজন্য সাক্ষাৎ!
এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা নির্বাচন অফিসারের সাথে সৌজন্য সাক্ষাতে সার্বিক সহযোগিতা চেয়ে লিখিত আবেদন করেছেন, বাংলাদেশ আমজনগণ পার্টি ভোলাহাট উপজেলা শাখা কার্যকরী কমিটির সদস্যগণ।
গতকাল মঙ্গলবার (১৯ আগষ্ট ২০২৫) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে লিখিতভাবে একটি আবেদন করেন, নয়া রাজনৈতিক দল-বাংলাদেশ আমজনগণ পার্টি, ভোলাহাট উপজেলা শাখার আহবায়ক ও সদস্যগণ।
এ সময় বাংলাদেশ আমজনগণ পার্টির আহবায়ক মোঃ শাহজাহান আলী আরমীর সাথে আবেদন দেয়ার সময় উপস্থিত ছিলেন, ভোলাহাট প্রেসক্লাবের সহসভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ শরিফুল ইসলাম শরীফ, সাবেক সভাপতি সাংবাদিক ও শেখজী অন্বীক্ষণ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম রাব্বী ও সাধারণ সম্পাদক মোঃ শাহ্ কবির।
সৌজন্য সাক্ষাতে উপজেলা নির্বাচন অফিসার মোঃ কাজল রানা (অতিরিক্ত দায়িত্ব) ও উপস্থিত নয়া পার্টির সদস্যদের মধ্যে রাজনৈতিক দল ও নির্বাচনী বিষয়ে বিষদ আলাপ-আলোচনা হয়।
ছবিক্যাপশনঃ বাংলাদেশ আমজনগণ পার্টি ভোলাহাট উপজেলা শাখা কমিটির সদস্যদের উপজোলা নির্বাচন আফিসারের কাছে সার্বিক সহযোগিতা চেয়ে লিখিত আবেদন পেশ। পাশে-নয়াদল (বাআপা)'র আহ্বায়ক মোঃ শাহজাহান আলী আরমী।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত