যৌন হয়রানি অভিযোগে ভাদসা ইউনিয়ন পরিষদের সচিব আবু মুসা গ্রেফতার
মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটে যৌন হয়রানী অভিযোগে সদর উপজেলার ভাদসা ইউনিয়ন পরিষদের সচিব আবু মুসাকে গ্রেফতার করেছে পুলিশ। পৌর শহরের মাষ্টারপাড়া ভাদসা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার এর ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ভুক্তভোগী নারী জানান,মুসার সাথে তার পূর্ব পরিচয় ছিলো। মুসা প্রায়ই তাকে মোবাইল ফোনে বিরক্ত করত। ওই নারী পাঁচবিবি থেকে জয়পুরহাটে তার অসুস্থ ফুপু কে দেখতে আসেন। । পরে মুসা তাকে ফোন করে চা খাওয়ার দাওয়াত দেন। এক পর্যায়ে ফুসলিয়ে মহিলা মেম্বারের বাসায় নিয়ে যান।
সেখানে ওই নারীকে কু প্রস্তাব দিলে মুসার সাথে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে আসামী মুসা তার যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে আমার শরীরের স্পর্শকাতর স্থানে হাতে দেয়। ৯৯৯ এ ফোন দিলে ঘটনাস্থলে থানা পুলিশ গিয়ে আসামী মুসাকে
গ্রেফতার করে।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত