গফরগাঁও থানার সামনে থেকে প্রচার মাইকসহ অটোরিকশা চুরি, এলাকায় আতঙ্ক
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁও থানার সামনে থেকে ব্যাটারি চালিত একটি অটোরিকশা চুরি হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২০ আগস্ট ২০২৫) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। চুরি যাওয়া অটোরিকশাটি ছিল স্থানীয় “গফরগাঁও আধুনিক হাসপাতাল” নামের বেসরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক নাজমুল হক বিপ্লব জানান, অটোরিকশাটিতে প্রচার কাজে ব্যবহৃত দুটি মাইক বসানো ছিল। গাড়িটি সন্ধ্যার দিকে থানা গেইট সংলগ্ন ছাপাঘর নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে রাখা হয়েছিল। কিন্তু রাতের অজ্ঞাত চোরচক্র গাড়িটি নিয়ে যায়।
এর আগে, ১৬ আগস্ট সন্ধ্যায় থানার মাত্র ৫০ মিটার দূরে সাব-রেজিস্টার অফিসের সামনে মা ফুডের পণ্য বোঝাই একটি বক্স অটোরিকশা চুরির ঘটনা ঘটে। সাম্প্রতিক সময়ে ব্যাটারি চালিত অটোরিকশা-গাড়ি চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে আক্ষেপ করছেন, অনেকের জীবিকার একমাত্র অবলম্বন এই গাড়ি।
গফরগাঁও আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক বিপ্লব আরও বলেন, “দীর্ঘদিন ধরে প্রচার শেষে গাড়িটি থানা সংলগ্ন আমার অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান মায়ামি ফুড প্রোডাকস এবং ছাপাঘরের সামনে রাখা হতো। তবে বুধবার রাতে তা চুরি হয়ে যায়।”
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোঃ বাচ্চু মিয়া বলেন, “থানার সামনে থেকে অটোরিকশা চুরির ঘটনায় একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”