জয়পুরহাটের পাঁচবিবিতে বিএনপির লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত
মো: মিশিকুল মন্ডল
স্টাফ রিপোর্টার,
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকাল ৪ টায় পাঁচবিবি উপজেলার শালাইপুর বাজারে এ পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম।
এর আগে বোর্ডের ঘর ইউনিয়ন পরিষদের সামনে, হরেন্দা বাজার এবং শালাইপুর বাজারে বিএনপি নেতাকর্মীরা লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। এ সময় সরকারের নানা অব্যবস্থাপনা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করা হয়।
পথসভায় বক্তব্যে বক্তারা বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নই দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একমাত্র পথ। এ লক্ষ্যে তারা সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
কর্মসূচিতে পাঁচবিবি উপজেলা বিএনপি ও ইউনিয়ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন পিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক গণ।