ফুলপুরে মানসিক ভারসাম্যহীন তরুণী পথজন্ম, নবজাতকের বাবা অজানা
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুরে মানসিক ভারসাম্যহীন এক তরুণী পথ চলন্ত অবস্থায় সন্তান জন্ম দিয়েছেন। স্থানীয়রা সাধারণত তাকে ‘পাগলি’ নামে ডাকেন। আনুমানিক ১৯ বছর বয়সী ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি। প্রসবের পর স্থানীয় প্রশাসন মা ও নবজাতককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
স্থানীয়রা জানিয়েছেন, বছরখানেক ধরে ওই নারী ফুলপুর উপজেলার সিংহেশ্বর বাজার ও আশপাশের এলাকায় পথ চলা অবস্থায় থাকতেন এবং মাঝে মাঝে রাস্তায় রাত যাপন করতেন। বুধবার (২০ আগস্ট ২০২৫) বিকেলে প্রসব যন্ত্রণায় ছটফট করতে করতে তিনি সিংহেশ্বর ইউনিয়নের ডুবারপাড় বাজার সংলগ্ন এক বাড়িতে আশ্রয় নেন এবং সেখানে একটি ছেলেসন্তানের জন্ম দেন। খবর ছড়িয়ে পড়লে রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম অ্যাম্বুলেন্স ও লোক পাঠিয়ে মা ও নবজাতককে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ফুলপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাহাত চৌধুরী জানিয়েছেন, মা ও শিশু সুস্থ আছেন। শিশুর ওজন ২ কেজি ১০ গ্রাম, এবং নিয়মিত দুধ পান করলে সুস্থভাবে বৃদ্ধি পাবে। হাসপাতালে থাকাকালীন সময়ে তাদের পর্যাপ্ত যত্ন দেওয়া হবে।
তাকওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ তপু রায়হান বলেন, “স্থানীয় প্রশাসন ও আমাদের সহায়তায় মা ও শিশু হাসপাতালে নিরাপদে আছেন। কোনো খারাপ প্রভাবের কারণে এই নারী মা হয়েছেন। শিশুটির জীবন এখন অনিশ্চিত।”
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শিহাব উদ্দিন খান জানিয়েছেন, মা মানসিকভাবে সন্তানকে রাখার উপযোগী নন। শিশুটির নিরাপদ ও সুন্দর ভবিষ্যতের কথা বিবেচনা করে তারা সরকারি ছোট মণি নিবাসে পাঠানোর বিষয়ে আলোচনা করছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভায় বিষয়টি তোলা হয়েছে। তবে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। স্থানীয়রা শিশুটিকে দত্তক নেওয়ার জন্য আবেদন করেছেন।
স্থানীয় প্রশাসন ও সমাজসেবা কর্মকর্তারা শিশুর জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণে নজর রাখছেন এবং মা ও শিশুর কল্যাণে সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করবেন।