বন্যা কবলিত ২০০০ পরিবারের মাঝে ওষুধ বিতরণ ও মেডিকেল ক্যাম্প কর্মসূচি
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ,
চাঁপাইনবাবগঞ্জ জেলার স্বেচ্ছাসেবী প্লাটফর্মের উদ্যোগে ২১শে আগস্ট রোজ বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকায় শিবগঞ্জ উপজেলা সহ তিনটি ইউনিয়নে বন্যা কবলিত ২০০০ পরিবারের মাঝে ওষুধ বিতরণ ও মেডিকেল ক্যাম্প কর্মসূচি অনুষ্ঠিত করে। চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবী প্লাটফর্ম এর ৩৫ জন প্রতিনিধি টিম নৌকা যোগে শিবগঞ্জ বালুরঘাট হতে সাত্তার মোড়, পাকা ইউনিয়নে দশরসিয়া বাজার,নারায়নপুর ইউনিয়নে বাতাস মোড় বাজার ও দুলভপুর ইউনিয়নে গাই পাড়াতে ওষুধ বিতরণ ও মেডিকেল ক্যাম্প করে থাকে। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবী প্লাটফর্মের সভাপতি আকতারুজ্জামান সিহাব, চাঁপাইনবাবগঞ্জ জেলা সেচ্ছাসেবী প্লাটফর্মে সাধারণ সম্পাদক আলমগীর জয়, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবী প্লাটফর্মের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান ও সদস্য অলিদ হাসান মাইনুল প্রমুখ। চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবী প্লাটফর্ম একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন, সামাজিক কল্যাণের কথা বিবেচনা নিয়ে সংগঠন তার কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে, ব্লাড ডোনেট, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান, দুঃস্থ অসহায় মানুষকে সহযোগিতা, দুরারোগ্য অসহায়দের চিকিৎসা সহায়তা, বন্যার্তদের সার্বিক সহযোগিতা সহ বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী সকল সহযোগিতা কাজে নিয়োজিত থাকার চেষ্টা করে। এই চাঁপাইনবাগঞ্জ জেলা স্বেচ্ছাসেবী প্লাটফর্মের উপদেষ্টা মন্ডলীর মধ্যে সার্বক্ষণিক পরামর্শ ও সহযোগিতা করে থাকেন, ডাঃ আব্দুস সামাদ, ডাঃ মাহফুজ রায়হান, ডাঃ সাইফুজ্জাহান রবি ও ডাঃ মুশফিকুর রহিম প্রমুখ। সর্বদা চাঁপাইনবাবগঞ্জ জেলার স্বেচ্ছাসেবী প্লাটফর্ম সকল মানবিক কাজগুলো এভাবে এগিয়ে আছে। তারা প্রতিজ্ঞা করে, সর্বদা মানুষের বিপদে পাশে থাকা সহ স্বেচ্ছা শ্রম দিয়ে সমাজের জন্য কিছু করে যাওয়ার তার প্রধান লক্ষ্য।