ময়মনসিংহ সিপিএসসি র্যাব ১৪ কর্তৃক অপহৃত ভিকটিম উদ্ধারপূর্বক প্রধান আসামি গ্রেফতার
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি ,
ময়মনসিংহ জেলার ফুলপুর থানার অপহৃত ভিকটিম উদ্ধারপূর্বক অপহরণ মামলার প্রধান আসামী মোঃ সাগর মিয়া (২০)‘কে গ্রেফতার করেছে সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ।
অভিযোগের ভিত্তিতে জানা যায় যে, বাদীর মেয়ে ভিকটিম স্কুলে আসা-যাওয়ার পথে বিবাদী প্রায়ই রাস্তা-ঘাটে উত্যক্ত করত। প্রতিদিনের ন্যায় ঘটনার দিন গত ১০ আগস্ট ২০২৫খ্রি. সকাল অনুমান ৯:৩০ ঘটিকায় ভিকটিম স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি হইতে রওয়ানা হয়ে বাদীর বসত বাড়ীর সামনে পাকা রাস্তায় পৌঁছিলে বিবাদী মোঃ সাগর মিয়া ও অজ্ঞাতনামা ২জন বিবাদীসহ ভিকটিমকে জোরপূর্বক ধরে সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কোন সন্ধান না পেয়ে ভিকটিমের পিতা বাদী হয়ে ময়মনসিংহ জেলার ফুলপুর থানার অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নং-১৬, তারিখ-২১/০৮/২০২৫খ্রিঃ, ধারা- ৭/৩০, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০। এ ঘটনার পর সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ ছায়া তদন্ত শুরু সহ পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে তৎপর হয়।
এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ২১ আগস্ট ২০২৫খ্রিঃ রাত অনুমান ০১:৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার গোয়াতলা নামক এলাকা হতে ফুলপুর থানার অপহরণকৃত ভিকটিমকে উদ্ধার পূর্বক অপহরনকারী দলের এজাহারনামীয় প্রধান আসামী মোঃ সাগর (২০), জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।