ময়মনসিংহ সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় মালামাল ও গরু জব্দ
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ বিজিবি ৩৯ ব্যাটালিয়ন সীমান্তবর্তী গারো পাহাড়ি এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন প্রকার মদ, গরু ও অন্যান্য মালামাল জব্দ করেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, চোরাকারবারীরা অভিনব পদ্ধতিতে ভারত থেকে বিভিন্ন মালামাল পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত পৃথক অভিযানগুলোতে বিজিবি টহলদল ৭১ বোতল ভারতীয় মদ, ১২টি ভারতীয় গরু, বাংলাদেশি বিভিন্ন প্রকার মাছ এবং ব্যাটারিচালিত একটি ইজিবাইক জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১৪ লাখ ৭২ হাজার ৫শ টাকা।
অভিযান চলাকালে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ও ইজিবাইক ফেলে পালিয়ে যায়। তাদের আটক করা সম্ভব হয়নি।
ময়মনসিংহ বিজিবি ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মেহেদী হাসান পিপিএম বলেন, “বিজিবি সদস্যরা ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা দায়িত্ব পালন করছে।”
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত