“মানুষের আস্থার প্রতীক নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার”
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় যোগদানের পর থেকেই উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সারমিনা সাত্তার। তিনি ২০২৫ সালের ১২ জানুয়ারি নান্দাইলে যোগদান করেন।
যোগদানের পর থেকে তিনি উপজেলার রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন স্থাপনার উন্নয়ন কার্যক্রমে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকারি অফিসে সাধারণ মানুষ যেকোনো প্রয়োজনে গেলে তিনি তাৎক্ষণিকভাবে সঠিক সময়ে সেবা প্রদান করেন। ধনী-গরিব নির্বিশেষে সকলকে সমান গুরুত্ব দিয়ে সেবা দেওয়ার মধ্য দিয়ে তিনি দ্রুতই নান্দাইলবাসীর আস্থা অর্জন করেছেন।
এছাড়াও তিনি অসহায়, গরিব ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন। মানবিক সহায়তা হিসেবে ঢেউটিন, কম্বল, খাদ্য সহায়তা ও আর্থিক সহযোগিতা প্রদান করে তিনি দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ফলে তিনি সাধারণ মানুষের কাছে হয়ে উঠেছেন একজন মানবিক ও জনবান্ধব প্রশাসক।
স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, সারমিনা সাত্তার একজন নিষ্ঠাবান, সৎ ও সেবামুখী কর্মকর্তা, যার মধ্যে একজন আদর্শ মানুষের সকল গুণাবলি বিদ্যমান।
নিজের দায়িত্ব ও লক্ষ্য সম্পর্কে ইউএনও সারমিনা সাত্তার বলেন—
“আমি দেশ ও জাতির কল্যাণকর কাজ করতে পছন্দ করি এবং মানুষের সেবা করতে চাই। এজন্য সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করি।”
নান্দাইলের সাধারণ মানুষ মনে করেন, তার এই কার্যক্রম উপজেলাটিকে উন্নয়ন ও মানবিকতার এক অনন্য রোল মডেল হিসেবে গড়ে তুলবে।