কিছু স্বার্থান্বেষী মানুষ ও সরকারের ব্যর্থতার কারণে সংকট দেখা দিয়েছে -মুফতি আলী হাসান ওসামা
আখলাক হুসাইন, সিলেট প্রতিনিধিঃ
খেলাফত মজলিসের কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক ও সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনের খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শায়খ মুফতি আলী হাসান ওসামা বলেন, কোম্পানীগঞ্জের সাদা পাথরে যে লুটপাট হয়েছে তা প্রশাসনের নাকের ডগায় বসে করা হয়েছে। পার্সেন্টেজের ধান্দায় মুখে কুলুপ লাগিয়ে তারা না দেখার ভান করে বসে ছিল। আজ যখন একটি প্রাকৃতিক দৃশ্য নিঃশেষ হয়ে গিয়েছে তখন তারা নিরপরাধ নিরীহ ব্যবসায়ীদের টার্গেট করে দোষী সাব্যস্ত করতে ব্যস্ত। দায় চাপাতে ব্যস্ত অমুক ও তমুকের উপর। ভারতের স্বার্থ রক্ষার জন্য আওয়ামী স্বৈরাচারী সরকার পাথর কোয়ারী বন্ধ করেছিল, বর্তমান ব্যর্থ সরকার সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। তিনি বলেন, দেশ ও জনগণের জন্য রাজনীতি না করে, মানুষ যখন তার পেট ও পকেটের জন্য রাজনীতি করে তখন কিছু মানুষের স্বার্থ রক্ষা করার জন্য বাকিদের এভাবে প্রতিটা পদে পদে বঞ্চিত হতে হয়। তিনি প্রশ্ন রেখে বলেন, যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা রক্ষা করতে ব্যর্থ তারা কিভাবে মানুষের সাথে কৃত ওয়াদা রক্ষা করতে পারে? তাই নেতা নির্বাচনের ক্ষেত্রে যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি নৈতিকতা ও খোদাভীরুতার মাপকাঠিতে যাচাই করা অত্যাবশ্যক। নতুবা প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই জনপদ যেভাবে পিছিয়ে রয়েছে সেভাবে বছরের পর বছর পিছিয়েই থাকবে।
বৃহস্পতিবার (২১আগস্ট) দিনব্যাপী কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সৌজন্য সাক্ষাৎ, শিক্ষক/শিক্ষার্থীদের সাথে মতবিনিময়, বিভিন্ন বাজার ও উল্লেখযোগ্য পয়েন্টে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা পরবর্তী সন্ধ্যা ৭টায় স্থানীয় টুকেরবাজারে অনুষ্ঠিত ধলাই ব্রীজ রক্ষা ও বেকার শ্রমিকদের কর্মসংস্থানের দাবিতে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ওরা পাথর খাচ্ছে, বালুমহল খাচ্ছে, এমনকি বালি খেতে খেতে ধলাই ব্রীজের মত এতো গুরুত্বপূর্ণ একটি ব্রীজ আজ ধ্বংসের দারপ্রান্তে। কখন জানি ওরা আমাদের খেয়ে ফেলে আমার তো ভয় হয়। কিছু স্বার্থান্বেষী মানুষ ও সরকারের ব্যর্থতার কারণে এই সংকট দেখা দিয়েছে। উপজেলা শাখার সভাপতি মাওলানা মাসুম আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমানের পরিচালনা জনসভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ-সভাপতি ও সিলেট-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি কাজী মাওলানা শরীফ উদ্দিন, জৈন্তাপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আরিফ রব্বানী ও মাওলানা আজমল হক, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা ইমাম উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ হাসান আহমদ চৌধুরী, ইসলামী যুব মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা আখলাক হুসাইন। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল সালুটিকর বাজার থেকে যাত্রাশুরু করে খাগাইল মাদরাসা পরিদর্শন ও শিক্ষক/শিক্ষার্থীদের সাথে মতবিনিময়সহ আরো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীদের সাথে মতবিনিময়। খাগাইলবাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ, তেলিখাল বাজারে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা, থানাবাজারে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা, ভোলাগঞ্জে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা, সাদাপাথর ঘাটে গণসংযোগ ও লিফলেট বিতরণ এবং সর্বশেষ টুকেরবাজারে ধলাই ব্রীজ রক্ষা ও বেকার শ্রমিকদের কর্মসংস্থানের দাবিতে জনসভা। কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার নির্বাহী সদস্য ও সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা কেএম রফিকুজ্জামান, শ্রমিক মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা আব্দুর রহিম, খেলাফত মজলিস কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সহসাধারণ সম্পাদক মাওলানা ওলিউর রহমান, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা রাসেল আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হুসাইন আহমদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা আশিকুর রহমান, ইসলামী যুব মজলিস কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হা. মাওলানা এমরান হোসেন সেলিম, সাধারণ সম্পাদক জাহিদুল হাসান ও ইসলামী যুব মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক কেএম মনসুর আহমদ প্রমুখ।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত