দোহার সুন্দরীপাড়ার মাসুদ বেপারী ইন্তেকাল করেছেন, আজ জুমার নামাজের পর জানাজা
বিশেষ প্রতিনিধি:
দোহার উপজেলার ২নং কুসুমহাটি ইউনিয়নের সুন্দরী পাড়া গ্রামের বাসিন্দা জনাব মাসুদ বেপারী, পিতা মুসাক বেপারী, গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) দুপুর আনুমানিক ২টার দিকে ঢাকার একটি বেসরকারি মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ব্রেন স্ট্রোক করে ইন্তেকাল করেছেন।
إنا لله وإنا إليه راجعون।
মরহুম মাসুদ বেপারীর অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরিবারের সদস্যসহ আত্মীয়স্বজন ও এলাকাবাসী সবাই শোকাহত ও মর্মাহত।
আজ শুক্রবার জুমার নামাজের পরে সুন্দরী পাড়া মাদ্রাসার মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এলাকাবাসীসহ সকলকে জানাজায় উপস্থিত হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।