নিখোঁজের একদিন পর সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
খ্যাতিমান সাংবাদিক ও কলাম লেখক বিভুরঞ্জন সরকারের (৭১) মরদেহ নিখোঁজের একদিন পর মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট ২০২৫) বিকেলে কলাগাছিয়া এলাকার চর বলাকিয়া থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নৌ–পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম জানান, মরদেহ উদ্ধারের বিষয়টি স্বজনদের জানানো হয়েছে। কীভাবে তিনি সেখানে গেলেন এবং মৃত্যুর কারণ কী, তা তদন্ত করে দেখা হচ্ছে।
নৌ–পুলিশের নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, মরদেহে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত্যুর ঘটনা ঘটেছে একদিন আগেই। মরদেহে আংশিক বিকৃতির লক্ষণ রয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে রাজধানীর বাসা থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন বিভুরঞ্জন সরকার। সেদিন কর্মস্থল বনশ্রীর আজকের পত্রিকা অফিসে যাওয়ার কথা থাকলেও তিনি সেখানে পৌঁছাননি। এমনকি মোবাইল ফোনটিও বাসায় ফেলে গিয়েছিলেন। এ ঘটনায় তার পরিবার রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
আজকের পত্রিকা সূত্রে জানা গেছে, ১৬ আগস্ট থেকে তিনি সাত দিনের ছুটিতে ছিলেন। এদিকে তাঁর ভাই চিররঞ্জন সরকার বৃহস্পতিবার রাতে ফেসবুকে একটি পোস্টে লিখেছিলেন,
“আমার দাদা সাংবাদিক বিভুরঞ্জন সরকার সকাল ১০টায় অফিস যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। এরপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিচিতদের সঙ্গে যোগাযোগ করেও তার অবস্থান জানা যায়নি।”
বিভুরঞ্জন সরকার দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। তিনি দেশের বিভিন্ন জাতীয় পত্রিকায় কাজ করেছেন এবং সমসাময়িক রাজনীতি ও সমাজ নিয়ে নিয়মিত কলাম লিখতেন।