“ময়মনসিংহে র্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি ও মাদকসহ তিনজন গ্রেপ্তার”
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ সদর কোম্পানি, র্যাব-১৪ এর পৃথক দুটি অভিযানে এক সাজাপ্রাপ্ত আসামি ও মাদকদ্রব্যসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট।
র্যাব জানায়, বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) রাতে প্রথম অভিযান চালানো হয় ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার দেহখোলা বাজার এলাকায়। এসময় ফুলবাড়ীয়া থানার কালিবাজাইল গ্রামের বাসিন্দা ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ জহিরুল ইসলাম (৩৩) কে গ্রেপ্তার করা হয়। তিনি ফুলবাড়ীয়া থানার মামলা নং-১৫(১)২৩, জিআর নং-১৫/২৩ এর ০২ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত ছিলেন।
পরে একই রাতে সদর কোম্পানি, র্যাব-১৪ এর আরেকটি দল ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের খাগডহর (ঘুন্টি) এলাকায় অভিযান চালায়। এসময় টাউন হল মোড় হতে মুক্তাগাছা গামী সড়কের পাশে মেসার্স আফিফ ট্রেডার্সের সামনে থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—মোঃ সোহেল রানা (৩৭) ও মোঃ মনির হোসেন (২৮)। এসময় তাদের কাছ থেকে ১০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ হাজার টাকা।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে ফুলবাড়ীয়া ও কোতোয়ালী থানায় পৃথক মামলা দায়েরপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানায়।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত