ময়মনসিংহ সদর কোম্পানি, র্যাব-১৪, কর্তৃক পৃথক ০২টি অভিযানে গ্রেপ্তার ০৩ ও মাদকদ্রব্য উদ্ধার
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি,
ময়মনসিংহ সদর কোম্পানি, র্যাব-১৪, কর্তৃক পৃথক ০২টি অভিযানে ০২ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ জহিরুল ইসলাম (৩৩) এবং ১০০ (একশত) পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০২ জন গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ সদর কোম্পানি, র্যাব-১৪, এর একটি আভিযানিক দল ২১ আগস্ট ২০২৫খ্রি. রাত অনুমান ২০:১০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানাধীন দেহখোলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ময়মনিসংহ জেলার ফুলবাড়ীয়া থানার মামলা নং-১৫(১)২৩, জিআর নং-১৫/২৩ এর ০২ বছর সশ্রম ও ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা আদায়ে ০১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ জহিরুল ইসলাম (৩৩), পিতা-মোঃ আঃ লতিব, সাং-কালিবাজাইল, থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহ‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।
অপর একটি অভিযানে একই তারিখ রাত অনুমান ২০:২০ ঘটিকায় সদর কোম্পানি, র্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ডের খাগডহর (ঘুন্টি) নামক স্থানে মেসার্স আফিফ টেড্রার্স, প্রোঃ মোঃ ফয়জুর রহমান (কানন) এর রড, সিমেন্ট, টিনের দোকানের সামনে টাউনহল মোগ হতে মুক্তাগাছা গামী রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১। মোঃ সোহেল রানা (৩৭), ২। মোঃ মনির হোসেন (২৮) জেলা-ময়মনসিংহ‘কে ১০০ (একশত) পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক অবৈধ বাজার মূল্য ১০,০০০/- (দশ হাজার) টাকা।
ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া ও কোতোয়ালী থানায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত