কবিতা মনু মিয়া
কবি তাছলিমা আক্তার মুক্তা
আমাদের মনু মিয়া
হিজড়া নাকি পুরুষ ,
বিয়ে কেন হয়না তার
কি আছে তার দোষ ?
মনু মিয়ার বয়স এখন
সত্তর কিংবা আশি ,
দেহজুড়ে তারুণ্য আর
মুখ জুড়ে হাসি ।
তারুণ্যময় এই পুরুষের
বিয়ে কেন হয়না ?
তার কাছে জানতে চাইলে
কোনো কিছুই কয়না।
বৃদ্ধ বয়সে মনু মিয়ার
কে করিবে সেবা ?
সুশীল সমাজ মনু মিয়ার
খুঁজ খবর কে'নিবা?
মনু মিয়ার এই অনুভব
হয়নি কেন আজও ,
পুরুষ জাতি হয়েও তুমি
হিজড়া কেন সাজো।
বিয়ে মানে বিষাদ কিছু
প্রমাণ করলো মনু ,
সংসার হলো যায়ঝামেলা
সবাই কি তা মানু ।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত