তেতুলিয়ায় গুচ্ছ গ্রাম থেকে
গৃহিণীর রহস্যজনক ঝুলন্ত মরাদেহ উদ্ধার
পঞ্চগড়; প্রতিনিধি;
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মোছা; সুলতানা আক্তার ফাল্গুনী (
২৬) নামের এক গৃহিণীর
রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।শুক্রবার (২২ আগস্ট ) রাতে
উপজেলার ৩ নং তেতুলিয়া সদর
ইউপির অন্তর্গত রনচন্ডি গুয়াবাড়ি গুচ্ছ
গ্রামের এ ঘটনা ঘটে। নিহত মোছা; ফাল্গুনী
বেগম ওই গ্রামের দিনমজুর আবু তালেব
স্ত্রী এবং নিহত গৃহিণী রংপুর জেলা
আজিজুর রহমানের কন্যা বলে জনাযায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়,রনচন্ডি গুয়াবাড়ি গুচ্ছ
গ্রামে ঘরের ভিতরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। তাহাদের দাম্পত্য জীবনে কোন সন্তান না থাকায়
ঝগড়া হতো গত প্রায় ২/৩ বছর থেকে গুচ্ছ গ্রামে বসবাস করে আসছে।
পরে ঘরে উড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় প্রতিবেশিরা দেখতে পেয়ে আত্মচিৎকার শুরু করেন এবং মডেল থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে গৃহিণীর
রহস্য জনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। এ ব্যাপারে
ইউপি সদস্য নুর ইসলাম
ঘটনাস্থল পরিদর্শন করেন জানান, আত্মহত্যার কারণ তার জানা নেই তবে অভিমানে আত্মহত্যা করেছে।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া বলেন, ঘটনাস্থল হতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে প্রাথমিক সূরতহাল নির্নয় করার প্রশ্তুতি চলছে। তেতুলিয়া
মডেল থানায় আত্মহত্যার ঘটনায় ২৩ আগস্ট
বিকালে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।
খাদেমুল ইসলাম পঞ্চগড় প্রতিনিধি
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত