ভালুকার মল্লিকবাড়ী ভরাটেক–ঘুটির ঘাট সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলায় মল্লিকবাড়ী ভরাটেক–ঘুটির ঘাট সড়কের উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট ২০২৫) দুপুরে এ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন ভালুকা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এই সড়কটির উন্নয়ন কাজ সম্পন্ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং স্থানীয় জনগণের যাতায়াত সহজ হবে।
প্রকল্পের আওতায় সড়কের বিভিন্ন অংশে সংস্কার ও সম্প্রসারণ করা হবে। এতে শুধু যোগাযোগ ব্যবস্থাই উন্নত হবে না, বরং এলাকার ব্যবসা-বাণিজ্য ও কৃষি উৎপাদন বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।