ময়মনসিংহে জাপা’র জেলা ও উপজেলা নেতাদের মতবিনিময় সভা
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম বেগবান করার লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট ২০২৫) বিকেলে ময়মনসিংহ নগরীর কাচিঝুলীস্থ গ্রীন পয়েন্ট রেস্টুরেন্টে এই সভা আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে ভাইস চেয়ারম্যান, জেলা সদস্য সচিব সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ মুক্তি, যুগ্ম আহবায়ক মনির চৌধুরী, ওয়াহিদুজ্জামানসহ জেলা ও উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরা। এছাড়া জেলা যুব সংহতি, জেলা স্বেচ্ছাসেবক পার্টি, জেলা ছাত্র সমাজ, মহানগর তরুন পার্টি ও শ্রমিক পার্টির নেতৃবৃন্দও সভায় উপস্থিত ছিলেন।
সভায় পার্টির বর্তমান কার্যক্রম ও আগামী দিনের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতৃবৃন্দ সংগঠনের শক্তিশালীকরণ, সমন্বয় ও কার্যক্রম বেগবান করার বিষয়ে অভিমত বিনিময় করেন।
সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির আহবায়করা। এই মতবিনিময় সভা স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেছেন উপস্থিত নেতারা।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত