ময়মনসিংহে তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনে নারীর ভূমিকা নিয়ে আলোচনা সভা
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহে হেযবুত তওহীদের উদ্যোগে “তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনে নারীর ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট ২০২৫) সকালে ময়মনসিংহ শহরের তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত এই নারী সমাবেশে সংগঠনের বিভাগীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেত্রী ও কর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে মূল বক্তব্য রাখেন হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিভাগের প্রধান রুফায়দাহ পন্নী। এছাড়া সংগঠনের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন বক্তব্য দেন।
বক্তারা বলেন, বর্তমান বিশ্বব্যবস্থা নারীর অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। একদিকে ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীদেরকে বন্দী করে রাখা হচ্ছে, অন্যদিকে পাশ্চাত্য জীবনধারা তাদেরকে ভোগ্যপণ্যে পরিণত করেছে। তারা মনে করেন, নারীর অধিকার ও সম্মান রক্ষায় প্রয়োজন এমন একটি ভারসাম্যপূর্ণ জীবনব্যবস্থা যেখানে ইসলামি শিক্ষা ও মানবিক মূল্যবোধ সমানভাবে প্রতিফলিত হবে।
বক্তারা আরও বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর সময়ে নারীরা কোরআনে নির্ধারিত পর্দা পালনের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের নানা কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন। কিন্তু পরবর্তীতে স্বার্থান্বেষী গোষ্ঠী ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীদের উপর জবরদস্তিমূলক ব্যবস্থা চাপিয়ে দেয়।
তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, ইসলামের সঠিক শিক্ষা বাস্তবায়ন হলে নারীরা সম্মান, অধিকার ও স্বাধীনতা ভোগ করতে পারবেন। এজন্য নারীদের তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ময়মনসিংহ জেলা নারী বিষয়ক সম্পাদক কাজল আক্তার। এসময় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নারী ও শিশু বিষয়ক সম্পাদক সুলতানা রাজিয়া, ময়মনসিংহ বিভাগীয় সভাপতি এনামুল হক বাপ্পা, বিভাগীয় নারী বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নেত্রকোনা জেলা নারী বিষয়ক সম্পাদক সাকি আক্তার কলি।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত