ময়মনসিংহ-২ আসনে ইসলামী দলগুলোর প্রার্থী চূড়ান্ত
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে ইসলামী দলগুলো নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছে। দলগুলোর হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী ইতোমধ্যে প্রার্থীরা এলাকায় প্রচারণা শুরু করেছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে প্রার্থী হচ্ছেন উপজেলা জামায়াতের সাবেক আমির মাহবুব আলম মণ্ডল। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি গোলাম মাওলা ভূঁইয়া। বাংলাদেশ খেলাফত মজলিস (রিক্সা প্রতীক) থেকে ঢাকা মহানগর খেলাফত মজলিসের সহ-সভাপতি মুফতি মোহাম্মদুল্লাহ প্রার্থী হচ্ছেন। খেলাফত মজলিস (ঘড়ি প্রতীক) থেকে মাঠে নামছেন হাফেজ মাওলানা মতিউর রহমান শেখ। আর জমিয়তে উলামায়ে ইসলাম ফুলপুর উপজেলা সভাপতি মাওলানা আবু রায়হান মক্কীকে প্রার্থী করেছে।
প্রার্থীরা জানান, ফুলপুর-তারাকান্দা আলেম-উলামা অধ্যুষিত এবং ধর্মপ্রাণ ভোটার বেশি থাকায় ইসলামী দলগুলোর শক্তিশালী ভোট ব্যাংক রয়েছে। ফলে আসন্ন নির্বাচনে তারা উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করবে বলে আশা করছেন।
অন্যদিকে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। দলীয় সূত্র জানায়, মনোনয়ন বাছাইয়ে জনপ্রিয়তা, ত্যাগ-তিতিক্ষা, আন্দোলন-সংগ্রামে ভূমিকা, দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকা, সততা এবং শিক্ষাগত যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এসব মানদণ্ড যাচাই করেই চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে।
বর্তমানে বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা এলাকায় ঘন ঘন গণসংযোগ করছেন এবং দলীয় হাইকমান্ডের সঙ্গে যোগাযোগ রাখছেন। ফলে আসনটিতে ইসলামী দলগুলোর পাশাপাশি বিএনপির প্রার্থী নিয়েও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।