শেখ হাসিনার স্বৈরাচার ফের ক্ষমতায় নয় : ফরহাদ মজহার
রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি ,
কবি, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেছেন, দেশে শেখ হাসিনার মতো স্বৈরাচারী ও দমনমূলক সরকার যেন আর কখনো ক্ষমতায় ফিরতে না পারে। তিনি বলেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রাম ছাড়া সাম্প্রতিক গণ-অভ্যুত্থান সম্ভব হতো না।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে কুড়িগ্রামের উলিপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ফরহাদ মজহার বলেন, “বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। একইভাবে তারেক রহমানকেও গ্রেনেড হামলার মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। আদালতের ন্যায়বিচারের মাধ্যমে তিনি খালাস পেয়েছেন। গত ১৬ বছরে বিএনপি ও জামায়াতসহ বিরোধী দলের হাজারো নেতাকর্মীর নামে শেখ হাসিনা সরকার মিথ্যা মামলা দিয়েছে।”
তিনি আরো বলেন, “জনগণের দাবির মুখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতায় গিয়েই অবশেষে নির্বাচন ঘোষণা করতে বাধ্য হয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। সেনাবাহিনীর সমর্থন ছাড়া এ সরকার টিকে থাকতে পারবে না।”
রাজনীতির পুনর্গঠন প্রসঙ্গে ফরহাদ মজহার বলেন, “বিদেশ থেকে এসে কেউই বাংলাদেশের জনগণের মনস্তত্ত্ব ও সংগ্রামের ব্যথা বুঝতে পারবে না। তাই আমাদের অত্যন্ত সচেতন হতে হবে। ছোট-বড় সব রাজনৈতিক দলের মতামতকে গুরুত্ব দিয়ে একটি গ্রহণযোগ্য গঠনতন্ত্র প্রণয়ন করতে হবে, যেখানে নতুন রাষ্ট্র বিনির্মাণ সম্ভব হবে।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জ্ঞানতরু সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক নেছারউদ্দীন। সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেন। এসময় বক্তব্য দেন সাংবাদিক শাহরিন আরাফাত, উলিপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ, জুলাই যোদ্ধা আবদুল্লাহ আল নাহিন, অধ্যাপক আব্দুল বারী, সহকারী অধ্যাপক মিজানুর রহমান প্রমুখ।#
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত