কুড়িগ্রামে নাশকতার অভিযোগে আ.লীগ সভাপতি আটক
রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম (৬২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৪ আগস্ট) বিকেলে কুড়িগ্রাম শহরের কলেজ মোড় থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও উলিপুর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চর এলাকায় একটি গোপন বৈঠকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের লিফলেট বিতরণ, বিশৃঙ্খলা সৃষ্টি ও নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল। ওই বৈঠকে পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলমসহ স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে পুলিশের দাবি।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশি উপস্থিতি টের পেয়ে অধিকাংশ নেতাকর্মী পালিয়ে যান। পরবর্তীতে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। সেই মামলায় জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
কুড়িগ্রাম জেলা ডিবি’র ওসি বজলুর রহমান ও উলিপুর থানার ওসি জিল্লুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জিল্লুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।#