ময়মনসিংহে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তাঁতীদল নেতা আটক
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের তারাকান্দায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে উত্তর জেলা তাঁতী দলের সদস্যসচিব রওনক আহমেদ আজিজুলসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (২৩ আগস্ট ২০২৫) রাত ১২টার দিকে উপজেলার গোয়াতলা শসার বাজার এলাকার কেডিএম অটো রাইস মিল থেকে তাদের আটক করা হয়।
আটক অন্য দুজন হলেন—মো. সজীব (৩৪) ও এক নারী।
স্থানীয় ব্যবসায়ী আব্দুল হালিম জানান, “বিভিন্ন সময় শুনতাম ওই রাইস মিলে অসামাজিক কাজ হয়। তবে তেমন বিশ্বাস হয়নি। আজকের ঘটনায় স্পষ্ট হলো গোপনে এসব কার্যকলাপ চলছিল। আমরা চাই এই ধরনের অনৈতিক কাজ আর যেন কোথাও না হয়।”
রাইস মিলের মালিক কমল আগরওয়ালা বলেন, “আমি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। সকালে শুনেছি, আমার মিল থেকে ম্যানেজার আজিজুলসহ তিনজনকে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে আটক করেছে সেনাবাহিনী। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। মিলের ভেতরে এ ধরনের কাজ হচ্ছে জানলে তাকে ম্যানেজার হিসেবে রাখতাম না। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হোক।”
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ টিপু সুলতান জানান, “শনিবার রাত ১২টার দিকে সেনাবাহিনী অভিযান চালিয়ে আজিজুল, তার সহযোগী সজীব ও এক নারীকে আটক করে থানায় সোপর্দ করে। তারা অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
এ বিষয়ে জানতে উত্তর জেলা তাঁতী দলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।