ময়মনসিংহে ইয়াবা ও গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ নগরীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ও গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২৪ আগস্ট ২০২৫) দুপুর ২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আনোয়ার হোসেনের দিকনির্দেশনায় এবং পরিদর্শক কানিজ ফাতেমার নেতৃত্বে এএসআই রফিকুল ইসলামের টিম নগরীর ১৭ নং ওয়ার্ডের পুরোহিত পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানে মাদক ব্যবসায়ী তানভীর হাসান সিফাত (২৪), পিতা-মোঃ হাবিবুর রশিদ ও মাতা-পারভিন আক্তার, সাং-পুরোহিত পাড়া, থানা কোতোয়ালী, জেলা ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত সিফাতের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত