ময়মনসিংহ পাটগুদামে শত কোটি টাকার সরকারি জমি সাড়ে ৫ লাখে বিক্রি, দুদকের তদন্তে দলিল স্থগিত
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ শহরের পাটগুদামে শত কোটি টাকার সরকারি জমি মাত্র সাড়ে পাঁচ লাখ টাকায় বিক্রির ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। বিষয়টি বিভিন্ন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর অবশেষে নড়েচড়ে বসেছে প্রশাসন।
রবিবার (২৪ আগস্ট ২০২৫) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক রাজু মোহাম্মদ সারোয়ার হোসাইনের নেতৃত্বে ৪ সদস্যের একটি দল সদর সাব-রেজিস্ট্রার কার্যালয় ও জেলা জজ আদালতের সদর কোর্টের বেঞ্চ সহকারীর দপ্তরে গিয়ে সংশ্লিষ্ট নথি পর্যালোচনা করে।
সূত্র জানায়, বহুল আলোচিত ও বিতর্কিত এ জমি বিক্রির দলিলের রেজিস্ট্রেশন কার্যক্রম আদালত সাময়িকভাবে স্থগিত করেছেন। এ ঘটনায় তদন্ত কার্যক্রম অব্যাহত থাকবে বলে দুদক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।